ঈদের আগে বাড়ছে ট্রেনের ভাড়া, কত দূরত্বে কত?


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪


ঈদের আগে বাড়ছে ট্রেনের ভাড়া, কত দূরত্বে কত?
ফাইল ছবি

রেয়াত বা ছাড় প্রত্যাহার করে আসন্ন ইদুল ফিতরের আগেই ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ করছে বাংলাদেশ রেলওয়ে। এবার দূরত্ব হিসেবে ট্রেনের ভাড়া বাড়াতে চলেছে সরকারি প্রতিষ্ঠানটি, যা আগামী ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। সেই সাথে বিশেষ কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান ট্রেনের কোনও কামরা ভাড়া নিতে চাইলে দিতে হবে বাড়তি ভাড়া।


রবিবার (১৭ মার্চ) রেলওয়ে সূত্র এ তথ্য জানা গেছে।


জানা যায়, নতুন ভাড়া ব্যবস্থায় ০-১০০ কিলোমিটারের জন্য ০ শতাংশ হারে, ১০১-২৫০ কিলোমিটারে ২০ শতাংশ হারে, ২৫১-৪০০ কিলোমিটারে ২৫ শতাংশ হারে এবং ৪০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য ৩০ শতাংশ হারে ভাড়া বৃদ্ধি করা হবে। এ ছাড়া অগ্রিম আবেদনের মাধ্যমে সংযুক্ত বাড়তি কোচ বা বাড়তি চাহিদার সময়ে সংযোজিত কোচের টিকিটে শোভন শ্রেণির ক্ষেত্রে ২০ শতাংশ, স্নিগ্ধা ও অন্যান্য উচ্চশ্রেণিতে ৩০ শতাংশ রিজার্ভেশন সার্ভিস চার্জ আরোপ করা হবে।


আরও পড়ুন: ঈদ যাত্রায় বিমানবন্দর স্টেশনে থামবে না ৯ ট্রেন


রেয়াত বা ছাড় প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য গেল মাসে পাঠানো হলে এতে ২ মার্চ প্রধানমন্ত্রীর অনুমোদন পায়। পরে রেলপথ মন্ত্রণালয় তা বাস্তবায়ন করতে রেল কর্তৃপক্ষকে চিঠি দেয়। আগামী ১ এপ্রিল তা থেকে ছাড় প্রত্যাহারের বিষয়টি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।


আরও পড়ুন: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, হাসপাতালে চালক


রেলের দাবি, রেয়াত বা ছাড় প্রত্যাহারের সুবিধা বাদ দেওয়ার প্রস্তাব এরই মধ্যে অনুমোদন পেয়েছে। শুধু একটা সুবিধা বাতিল করা হচ্ছে। নতুন করে ভাড়া বাড়ানো হচ্ছে না।


জেবি/এসবি