হঠাৎ ২১ মর্টার শেল বিস্ফোরণে কাঁপল টেকনাফ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪


হঠাৎ ২১ মর্টার শেল বিস্ফোরণে কাঁপল টেকনাফ
ফাইল ছবি

মিয়ানমারের অভ্যন্তরে মাত্র আধঘণ্টায় ২১টি মর্টার শেল বিস্ফোরণ  কেঁপে উঠল টেকনাফ টেকনাফ পৌরসভার জালিয়াপাড়াসহ কমপক্ষে ১৩টি গ্রাম। এর ফলে সেখানকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।


রবিবার (১৭ মার্চ) ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৫৮ মিনিট পর্যন্ত ৩৩ মিনিটে মর্টার শেল বিস্ফোরণের শব্দ শুনতে পায় সীমান্তের বাসিন্দারা। রাখাইন রাজ্যের মংডুর কিছুটা উত্তরে নাকপুরা এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এরপর সোমবার (১৮ মার্চ) সকাল ১০টায় রিপোর্ট লেখা পর্যন্ত আর বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।


সীমান্তের একাধিক সূত্র জানায়,  রবিবার সন্ধ্যায় আরাকান আর্মি স্থলপথে নাকপুরা এলাকার বিজিপি সেক্টর ঘিরে ফেলে এবং হামলা চালায়। এরপর বিজিপি সদস্যরাও পাল্টা জবাব দেয়। তখন রাত ৯টা ২৫ মিনিট থেকে আধঘণ্টা মর্টার শেলের বিস্ফোরণ ঘটে।


আরও পড়ুন: আবারও বাংলাদেশে আশ্রয় নিলেন ২৯ বিজিপি সদস্য


হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, গত ছয় দিন মংডুর আশপাশের গ্রামগুলোতে দিনের বেলায় গোলাগুলি-মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটেনি। তবে রাত ঘনিয়ে আসা মাত্র  কয়েকটি গ্রামে থেমে থেমে গুলির শব্দ শোনা যেত। কিন্তু রবিবার রাতে হঠাৎ একসঙ্গে ২১টি মর্টার শেলের বিস্ফোরণ সীমান্তের লোকজনের মনে আতঙ্ক সৃষ্টি করেছে।


আরও পড়ুন: মিয়ানমারের বিজিপিসহ ৩৩০ জনকে ফেরত পাঠানো হলো

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান জানান, “রবিবার রাতে মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, কুলালপাড়া, ডেইলপাড়া, হাঙ্গারডেইলসহ অন্তত ১৩টি গ্রাম।”


টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, “আমরা রাখাইনের চলমান সংঘাতময় পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সংঘাতের জেরে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।”


জেবি/এসবি