মিয়ানমারের বিজিপিসহ ৩৩০ জনকে ফেরত পাঠানো হলো


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪


মিয়ানমারের বিজিপিসহ ৩৩০ জনকে ফেরত পাঠানো হলো
ছবি: সংগৃহীত

মিয়ানমারে সেনাবাহিনী ও দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জনকে হস্তান্তর করা হয়েছে।


আশ্রয় নিয়ে আসা ১২ দিনের মাথায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের ইনানীতে নৌবাহিনীর জেটিঘাট থেকে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


এর আগে এদিন সকাল সাড়ে ৫টার দিকে তাদের ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যায় বিজিবি। সকাল ৮টা থেকে কক্সবাজারের ইনানিতে নৌবাহিনীর জেটিঘাটে তাদের হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। এসময় আশপাশের এলাকায় বিজিবি ও র‍্যাবের সদস্যদের সতর্ক পাহারায় থাকতে দেখা গেছে। নিরাপত্তার জন্য সকাল থেকে বন্ধ রাখা হয় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক।


আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী


হস্তান্তর শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী গণমাধ্যমকর্মীদের বলেন, “সাম্প্রতিক কালে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে প্রাণভয়ে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বিজিপি সদস্যসহ ৩৩০ জন মিয়ানমারের নাগরিককে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে ৩০২ জন বিজিপির সদস্য, ৪ জন বিজিপি পরিবারের সদস্য, ২ জন সেনাসদস্য, ১৮ জন ইমিগ্রেশন সদস্য এবং ৪ জন বেসামরিক নাগরিক।”


আরও পড়ুন: মিয়ানমারের ৩৩০ নাগরিককে হস্তান্তরের প্রক্রিয়া শুরু


প্রসঙ্গত,  গত ২ ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সংঘর্ষ চলছে। সংঘর্ষের জেরে প্রাণ বাঁচাতে মিয়ানমারের সেনা, সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, শুল্ক কর্মকর্তাসহ ৩৩০ জন বাংলাদেশে ঢুকে পড়েন। তাদের নিরস্ত্র করে নিজেদের হেফাজতে নেয় বিজিবি। এতদিন তারা বিজিবির হেফাজতেই ছিলেন।


জেবি/এসবি