ম্যাজিস্ট্রেট দেখেই ৫০০ টাকার তরমুজ হয়ে গেল ২০০টাকা!


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৬ পিএম, ২১শে মার্চ ২০২৪


ম্যাজিস্ট্রেট দেখেই ৫০০ টাকার তরমুজ হয়ে গেল ২০০টাকা!
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট দেখে ৫০০ টাকার তরমুজ ২০০ টাকায় বিক্রি শুরু করে ব্যবসায়ীরা।


বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে কালিয়াকৈর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।


আরও পড়ুন: ক্ষেত থেকে পিচ হিসেবে কেনা তরমুজ ক্রেতাদের কাছে বিক্রি হচ্ছে কেজি ধরে


এ সময়  কালিয়াকৈর বাজারের নাইম নামে এক তরমুজ ব্যবসায়ীকে ১ হাজার, কাব্য টেলিকম প্রতাপকে অবৈধ মোবাইল সেট রাখার দায়ে ১ হাজার করে  দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অন্যদিকে, উন্মুক্তভাবে পিয়াজু বিক্রি করার দায়ে পিয়াজু জব্দ করা হয়। পরে এতিমখানায় দেওয়া হয়েছে। এ সময় ম্যাজিস্ট্রেট আসার কথা শুনে আশেপাশের দোকানগুলো দ্রুত বন্ধ করে পালিয়ে যায়।


আরও পড়ুন: তরমুজের কেজি ৮০ টাকা


এসময় অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর ভোক্তা অধিকার অফিস কম্পিউটার অপারেটর প্রদীপ্ত কুমার সরকারসহ থানা পুলিশ।


অভিজান শেষে জাতীয় ভোক্তা অধিকার সরংক্ষণের শরিফুল ইসলাম বলেন, আমাদের এই অভিযান সব সময় অব্যাহত থাকবে।


জেবি/এসবি