সংখ্যালঘুদের মন্দিরের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৪


সংখ্যালঘুদের মন্দিরের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার সোনারং টংগীবাড়ি ইউনিয়নের আমতলী মৌজার ঐতিবাহি গাঙ্গুলী বাড়িতে প্রতিষ্ঠিত একনাম কীর্তন সংঘ, নারায়ন মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সকল শাখার নেতৃবৃন্দ।


শুক্রবার (২২ মার্চ) মানববন্ধনে তারা বলেন, টংগীবাড়ি উপজেলার সোনারং টংগীবাড়ি ইউনিয়নের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ব্যাক্তিবর্গ ও টংগীবাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতনী হিন্দু সম্প্রদায় দীর্ঘকাল যাবৎ আমতলী মৌজার ১২১/৭৩ নং ভিপি কেস ভুক্ত সম্পত্তিতে সরকারী লিজমানি পরিশোধ করে ভোগদখল থেকে সেখানে প্রতিবছর মাসব্যাপী কীর্তন ও গীতা পাঠ করে আসছি। আর আমাদের সকল মূল্যবান সরজ্ঞামাদি মন্দির কমিটির সদস্য জয়দেব দত্তের নিকট গচ্ছিত থাকে। ইদানিং জয়দেব দত্ত লোভনিয় হয়ে ষড়যন্ত্রমূলকভাবে মূল্যবান পিতলের বড় হাঁড়ি, পাতিল, মূর্তিসহ অন্যান্য মহামল্যবান মালামাল গায়েব করে দেয়।


আরও পড়ুন: মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন


তারা আরও বলেন, জয়দেব দত্ত এলাকার যুদ্ধাপরাধী আউয়াল সিকদারের ছেলে মিলন সিকদার,দলিল লেখক ইসলাম, সাবেক মেম্বার আজাদ বেপারী, আশরাফ মাঝিকে সঙ্গে নিয়ে মন্দিরে অনুপ্রবেশ করে মন্দিরে রক্ষিত সকল মালামাল লন্ঠন করে নিয়ে যায়, প্রতিদিন রাতে সেখানে অসামাজিক কার্যকলাপ চালায়। বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হুমকি প্রদর্শন করছে মন্দির ছেড়ে চলে যাওয়ার জন্য। আমরা সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত লোকজন বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই আমাদের ও মন্দির,মন্দিরের সম্পত্তি রক্ষার্থে উদ্দর্তন প্রশাসনের সহযোগিতা চাই।


উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন, হিন্দু বৌদ্ধ এক্য পরিষদের সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তি, এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমর কুমার ঘোষ, সাধারন সম্পাদক নবীন কুমার রায়,সহ সভাপতি অভিজিৎ দাস ববি,প্রশান্ত কুমার দুলাল মন্ডল,জেলা পূজা উদযাপন কমিটির আহ¦য়ক স্বপন মুদক,সদস্য সচিব বাসুদেব নাগ, বিমল পাল, সদস্য ও টংগীবাড়ি উপজেলা শাখার কল্যান টাস্ট্রের সভাপতি রজ্ঞিত দেবনাথ,টংগীবাড়ি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক ও আমতলী গাঙ্গলী বাড়ি একনাম কীর্তনের সাধারন সম্পাদক গনেশ দেবনাথ,মুন্সীগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক খোকন পোদ্দার ,মুন্সীগঞ্জ পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি ভবতোষ চৌধুরী নুপুর,টংগীবাড়ি থানা পুজা উদযাপন কমিটির সভাপতি কেশব ঘোষ,সাধারন সম্পাদক পরিতোষ ঘোষ,টংগীবাড়ি পূজা উদযাপন কমিটির সহ সভাপতি দীলিপ ঘোষ,সিরাজদীখান থানা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন দাস,সাধারন সম্পাদক জ্ঞানদীপ ঘোষ,জাতীয় হিন্দু যুব মহাজোট জেলা শাখার আহ্বায়ক শ্যামল দত্ত, সিরাজদীখান উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক সমীর চন্দ্র দাসসহ  জেলা ৬ টি উপজেলার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ,পূজা উদযাপন,ছাত্র যুব ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আরএক্স/