ডাচ-বাংলা ব্যাংকের ভিআইপি ব্যাংকিং লাউঞ্জ চালু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪


ডাচ-বাংলা ব্যাংকের ভিআইপি ব্যাংকিং লাউঞ্জ চালু
ছবি: জনবাণী

ডাচ-বাংলা ব্যাংকের মহাখালী এবং গ্রিন রোড শাখা প্রাঙ্গনে ব্যাংকের প্রধান গ্রাহকদের জন্য ১২তম এবং ১৩তম ভিআইপি ব্যাংকিং লাউঞ্জ চালু করেছে। 


বৃহস্পতিবার (২১ মার্চ) ডাচ্ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার ভিআইপি ব্যাংকিং লাউঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


আরও পড়ুন: ডাচ্ বাংলা ব্যাংকের বাগের বাজার শাখা স্থানান্তর


ভিআইপি ব্যাংকিং গ্রাহকরা বিমানবন্দরের বলাকা ভিআইপি লাউঞ্জে (স্বামী এবং সন্তানদের সাথে), শহরের সমস্ত ডিবিবিএল ভিআইপি লাউঞ্জে বা সমস্ত শাখার ম্যানেজারের ব্যক্তিগত কর্নারে সীমাহীন বিনামূল্যে অ্যাক্সেস সুবিধা এবং বিশেষ রিফ্রেশমেন্ট উপভোগ করবেন, এটিএম থেকে টাকা  তোলার উচ্চ সীমা, আরও অনেক কিছুসহ পুরস্কার পয়েন্ট এবং মওকুফবিভিন্ন চার্জ এবং ফ্রি।


আরও পড়ুন: ডাচ্ বাংলা ব্যাংকের মদনপুর শাখা স্থানান্তর


এ সময় এসইভিপি এবং শাখা পরিচালনা ও দায় বিভাগের প্রধান মো. মোশাররফ হোসেন, এসএভিপি ও ভিআইপি ব্যাংকিংয়ের প্রধান মেহরাজ আহমেদ খান মজলিশ এবং ব্যাংকের অন্যান্য সিনিয়র এক্সিকিউটিভরা উপস্থিত ছিলেন।


জেবি/এসবি