২৫ মার্চের গণহত্যায় শহীদদের স্মরণে ইবিতে ব্ল্যাকআউট


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪


২৫ মার্চের গণহত্যায় শহীদদের স্মরণে ইবিতে ব্ল্যাকআউট
ছবি: প্রতিনিধি

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যায় শহীদদের স্মরণে ১ মিনিট ব্ল্যাক আউট থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। 


রবিবার(২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ২৫ ও ২৬ মার্চ উদযাপন কমিটির আহবায়ক ও টিএসসিসির পরিচালক প্রফেসর ড. মো. বাকী বিল্লাহ তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, কর্মসূচির অংশ হিসেবে এদিন রাত ৯ টা হতে ৯.১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ব্যতিত পুরো ক্যাম্পাসে বন্ধ করে দেওয়া হবে আলো।


এছাড়াও যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পালনের লক্ষ্যে প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান তিনি।


কর্মসূচীগুলোর মধ্যে ২৫ মার্চ দিবাগত রাতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে কুরআনখানি ও মিলাদ মাহফিল। পরে ২৬ মার্চ সকাল ৯.৩০ মিনিটে প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান। প্রশাসন ভবন ছাড়াও প্রভোস্টগণ অনুরূপ ভাবে এদিন সকাল ৯.১৫ মিনিটে নিজ নিজ হলে পতাকা উত্তোলন করবেন। এছাড়াও শহীদ স্মৃতিসৌধে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে।


আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা


পতাকা উত্তোলন পর্ব শেষে প্রশাসন ভবন চত্বর হতে শহিদ স্মৃতিসৌধ পর্যন্ত ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিতে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান। এসময় র‌্যালিতে সকল হল, অনুষদ, বিভাগ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবেন। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ স্মৃতিসৌধে সমবেত হবে। 


আরও পড়ুন: ইবি জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি কাবিল ও সম্পাদক পংকজ


বর্ণাঢ্য র‌্যালি শেষে শহিদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান। এরপর পর্যায়ক্রমে সর্বস্তরের পুস্পস্তবক অর্পণের জন্য শহিদ স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হবে। পুস্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। 


এছাড়াও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বাদ যোহর কেন্দ্রীয় মসজিদ ও হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। 


জেবি/এসবি