জেনে নিন মুহাম্মদ (সা.) সম্পর্কে ৭ তথ্য


Janobani

ইসলাম ডেস্ক

প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪


জেনে নিন মুহাম্মদ (সা.) সম্পর্কে ৭ তথ্য
ফাইল ছবি

ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসূল হলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তাঁর  পূর্ণাঙ্গ জীবনালেখ্য অধ্যয়ন করে কূল-কিনারা পাওয়া সম্ভব নয়। তবে মহানবী (সা.) - এর ধ্রুপদী জীবন-অধ্যায় সম্পর্কে ধারণা থাকা একজন মুসলমানের জন্য খুবই জরুরি। সিরাতের গ্রন্থগুলোতে তার জীবন সম্পর্কিত প্রচুর তথ্য-উপাত্ত রয়েছে।


আসুন জেনে নিই রাসুল (সা.) সম্পর্কে ৭টি সংক্ষিপ্ত তথ্য জানা যাক- 


আরও পড়ুন: সম্পদ কত হলে ফিতরা দিতে হবে, কাকে দিতে হবে?


১. রাতে ঘুমানোর আগে দাঁত মাজা বা মেসওয়াক করা ছিল তার একটি গুরুত্বপূর্ণ অভ্যাস।

২. ঘুমানোর সময় তিনি ডান কাত হয়ে ডান হাত গালের নিচে দিয়ে শুতেন।

৩. তার কণ্ঠস্বর এতোই জোরালো ছিল যে, বিদায় হজের ভাষণে তিনি লক্ষাধিক সাহাবির সামনে কোনো প্রকার সহযোগিতা ছাড়া জীবনের শেষ ভাষণ দেন।

৪. কারো কথার মাঝখানে তিনি কখনোই কথা বলতেন না। বরং বক্তার কথা তিনি মনোযোগ দিয়ে শুনতেন।


আরও পড়ুন: সম্পদ কত হলে ফিতরা দিতে হবে, কাকে দিতে হবে?


৫. তার কণ্ঠস্বর এতোই জোরালো ছিল যে, বিদায় হজের ভাষণে তিনি লক্ষাধিক সাহাবির সামনে কোনো প্রকার সহযোগিতা ছাড়া জীবনের শেষ ভাষণ দেন।

৬. রাসুল (সা.)-এর প্রিয় রং ছিল সবুজ।

৭. তিনি মধু পছন্দ করতেন।


তথ্যসূত্র: শায়খুল হাদিস মাওলানা জাকারিয়া কান্ধলভি রচিত ‘আল-শামায়েল আল মুহাম্মদিয়্যা’ (২য় সংস্করণ)


জেবি/এসবি