যে মসজিদে মাত্র দুইজন মুসল্লি নামাজ পড়তে পারে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৪


যে মসজিদে মাত্র দুইজন মুসল্লি নামাজ পড়তে পারে
ছবি: সংগৃহীত

প্রথম বারের মতো ভৌগলিক আয়তনের বিচারে ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম ও বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। এই বড় দেশের সবচেয়ে ছোট মসজিদের স্বীকৃতি লাভ করেছে জিন মসজিদ নামে পরিচিত মীর মাহমুদ সাহেব মসজিদ। এটি ভারতের বর্তমান তেলেঙ্গানা প্রদেশের হায়দরাবাদে কুতুবশাহী স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন।


এদিকে বাংলাদেশে ও তার চেয়েও ছোট মসজিদের দেখা মিলল দক্ষিণ অঞ্চল পটুয়াখালী ৪৫.৬ কিলো: উত্তরে ৫৮ মিনিট সময়ের ব্যবধান বরিশাল থেকে ৷


বরিশালের চরমোনাইয়ের হোগলারচর গ্রামে গাজী কালু দরগাবাড়ির পাঞ্জেখানা মসজিদের অবস্থান। আকার বা ইতিহাসগত দিকের পাশাপাশি মসজিদটি নিয়ে অলৌকিক কিংবদন্তি বিষয়ও প্রচলিত আছে। যার মূল চরিত্র মসজিদটি ঘিরে রাখা লাহুর গাছ ও বট গাছ।


আরও পড়ুন: দুমকিতে দুই দিনব্যাপী প্রধান মন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ 


স্থানীয়দের মতে, কম হলেও ৫ থেকে ৬ শ' বছরের পুরনো এই মসজিদটি। পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদের সন্ধান মিলেছে বরিশালে একসাথে দুইজন নামাজ পড়তে পারেন এই মসজিদে। তবে দেখতে বটগাছের মতো,এদিকে মসজিদের চারপাশে বড় আকৃতির বট গাছ ও আদিকালের লাহোর গাছ ঘিরে রয়েছে ৷ মসজিদের আয়তন দৈর্ঘ্য সাড়ে চার ফুট এবং প্রস্থ সাড়ে তিন ফুট৷

 

এলাকাবাসী দৈনিক জনবাণী প্রতিবেদককে জানান এই মসজিদ কত বছর আগে নির্মিত হয়েছে এটা আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছি না ৷ তবে ধারণা করছি ৫থেকে ৬ শত বছর হবে ৷কয়েক শত বছর পূর্বে ওই মসজিদকে ঘিরে রয়েছে স্থানীয় বাসিন্দাদের নানা জল্পনা কল্পনা অন্যদিকে পাশে রয়েছে একটি দার্শনিক পুকুর যে পুকুরে অনেক পূর্বকালীন যুগে ভেসে আসতো থালা,বাটি ও বাসন পূর্বকালীন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের সরঞ্জাম পাত্র ৷ 


অন্যদিকে রয়েছে ওই মসজিদে চতুর্দিকে ঘেরা লাহুর গাছ যে গাছের পাতা কিংবা ডাল ছিড়লে অমঙ্গল হয় এমনটাই দাবি এলাকাবাসীর ৷দৈনন্দিন জীবনে সময় কোন রোগ বা প্রতিরোধ রক্ষার তাগিদে যে যার মত টাকা পয়সা ওই মসজিদে নামে মানত করা হতো এতেই গ্রামবাসীর রোগ প্রতিরোধ রক্ষায় আশ্বস্ত বোধ করে ৷


এমএল/