২৯ দিনে প্রবাসী আয় এলো ১৮১ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪
চলতি মার্চ মাসের ২৯ দিনে দেশে প্রবাসী আয় এসেছে১৮১ কোটি ৫১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৬ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স।
রবিবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৩ হাজার ১৮৭ টাকা
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ থেকে বলা হয়, ১৮১ কোটি ৫১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ কোটি ৭৫ লাখ ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৩ লাখ ৩ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৪ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৪ লাখ ৩০ হাজার ডলার।
আরও পড়ুন: ঈদের ছুটিতেও ৩ দিন খোলা থাকবে ব্যাংক
এতে আরও বলা হয়, চলতি ২৩ থেকে ২৯ মার্চ দেশে এসেছে ৪০ কোটি ৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। মার্চের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছে ৩৯ কোটি ৫৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। ৯ থেকে ১৫ মার্চ দেশে এসেছে ৫০ কোটি ৬০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া ১ থেকে ৮ মার্চ এসেছে ৫১ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার।
জেবি/এসবি