আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪


আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
ফাইল ছবি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ৪ দিনের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে।


রবিবার (৩১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে বিদেশি মুদ্রার সঞ্চায়ন স্থির হয়েছে ২৫ দশমিক ১৪ বিলিয়ন ডলারে।


আরও পড়ুন: আবারও কমলো জ্বালানি তেলের দাম


আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসেবে তা দাঁড়িয়েছে ২০ দশমিক ০১ বিলিয়ন ডলারে। এদিন বাংলাদেশের ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৭ মার্চ বাংলাদেশ ব্যাংকের হিসাবায়নে সঞ্চিত বিদেশি অর্থের পরিমাণ ছিল ২৪ দশমিক ৮১ বিলিয়ন ডলার।


আরও পড়ুন: মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৩ হাজার ১৮৭ টাকা


আর আইএমএফের গণনা পদ্ধতি বিপিএম-৬ অনুসারে তা ছিল ১৯ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। সেই হিসাবে বিগত ৪ দিনে গ্রস রিজার্ভ বৃদ্ধি পেয়েছে।


জেবি/এসবি