Logo

আমদানি-রফতানিতে নতুন আইন

profile picture
জনবাণী ডেস্ক
২ এপ্রিল, ২০২৪, ০৩:৩২
আমদানি-রফতানিতে নতুন আইন
ছবি: সংগৃহীত

জানা যায়, নতুন আইনে সেবা আমদানি ও রফতানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।

বিজ্ঞাপন

‘আমদানি ও রফতানি আইন, ২০২৪’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন আইন অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

জানা যায়, নতুন আইনে সেবা আমদানি ও রফতানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।

বিজ্ঞাপন

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, আমদানি ও রফতানি নিয়ন্ত্রণ ও নিষিদ্ধকরণের ১৯৫০ সালের আইন আছে। পুরোনো আইনগুলো পর্যায়ক্রমে যুগোপযোগী করার নির্দেশনা আছে। এজন্য নতুন আইনের খসড়া করা হয়েছে।

বিজ্ঞাপন

এসময় আসন্ন ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর প্রস্তাব নাকচ হলেও ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বিজ্ঞাপন


তিনি বলেন, “এবারের রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে ১১ এপ্রিল ঈদ হতে পারে। আর সে হিসেবেই ১০, ১১ ও ১২ এপ্রিল সরকারি ছুটি। আগামী ৮ ও ৯ তারিখ নির্বাহী আদেশে ছুটি থাকছে না। তবে কেউ চাইলে এই ‍দুদিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD