সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৪


সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজারকে পরিবারের কাছে হস্তান্তর
ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।


র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন শুক্রবার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।


এ সময় তিনি বলেন, সোনালী ব্যাংক বান্দরবানের রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন: মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর সিদ্ধান্ত আমরা নিইনি: কাদের


এর আগে, মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে রুমা উপজেলায় সোনালী ব্যাংকের শাখায় ডাকাতি করে দেড় থেকে দুই কোটি টাকা লুট করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীদের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফন্টের (কেএনএফ) একটি টিম। সেই সময় তারাবির নামাজ চলাকালীন মসজিদ থেকে রুমা উপজেলা সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় তারা। 


পরে বৃহস্পতিবার (৪ এপ্রিল) র‍্যাবের মধ্যস্থতায় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার সম্ভম হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রুমা উপজেলার বেথেল পাড়া দিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে শুক্রবার (৫ এপ্রিল) তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিল র‌্যাব।


এমএল/