২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি কমাতে চায় সরকার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ৮ই এপ্রিল ২০২৪


২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি কমাতে চায় সরকার
ফাইল ছবি

সরকারি হিসেবেই দেশে মূল্যস্ফীতি ১০ শতাংশ ছুঁইছুঁই করছে। এমতাবস্থায়, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। দরিদ্রদের সুরক্ষায় সামাজিক নিরাপত্তা বেস্টনির আওতাও বাড়ানো হবে।


সংশিষ্ট সূত্র থেকে জানা গেছে, মূল্যস্ফীতি কমিয়ে আনাকে অগ্রাধিকার দিয়ে আগামী ২০২৪-২৫ অর্থবছরের খসড়া বাজেট চূড়ান্ত করছে অর্থ মন্ত্রণালয়। বর্তমানের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে কিছুটা সংকোচনমূলক হচ্ছে এবারের বাজেট। ফলে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য কমিয়ে ধরা হচ্ছে ছয় দশমিক সাত পাঁচ ভাগ। এদিকে বিশ্লেষকেরা বলছেন, স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে বাড়াতে হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা।


আরও পড়ুন: এলপিজির দাম কমলো


অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান জানান, সরকারের মৌলিক নীতি নির্ধারণের সঙ্গে সামঞ্জস্য রেখে দারিদ্র্য নিরসন, সামাজিক নিরাপত্তার আওতা সম্প্রসারণ আর মানুষের মাঝে স্বল্পমূল্যে খাদ্য বিতরণ এ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েই চূড়ান্ত হচ্ছে বাজেট।


৭ লাখ ৯৬ হাজার কোটি টাকার বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করা হয়েছে ৬ দশমিক সাত পাঁচ শতাংশ। অর্থনৈতিক ভারসাম্য নিশ্চিতে বাজেট ঘাটতিকে নিয়ন্ত্রণযোগ্য রাখতে চায় সরকার। বিদ্যমান পরিস্থিতিতে সংকোচনমূলক বাজেটের পক্ষে মত দিয়েছেন বিশ্লেষকেরা।


আরও পড়ুন: আমদানি-রফতানিতে নতুন আইন


গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতে ফিরিয়ে আনতে এবার কিছুটা সংকোচনমূলক বাজেট নির্ধারণই সমীচিন হবে।


বড় অঙ্কের রাজস্ব আদায়ের চ্যালেঞ্জও থাকছে আগামী বাজেটে। ৫ লাখ ৩১ হাজার ৯০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আগামী অর্থবছরের জন্য।


জেবি/এজে