Logo

ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

profile picture
জনবাণী ডেস্ক
১১ এপ্রিল, ২০২৪, ০১:১৫
88Shares
ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আমেজ এখন ঘরে ঘরে

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আমেজ এখন ঘরে ঘরে। কাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ। তবে আজ বুধবার অনেক জায়গার আকাশ মেঘে ঢাকা। কাল বৃষ্টিতে ঈদ মাটি হয় কিনা সেই শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস বলছে, ঈদের জামাতে ভোগান্তি হয়ে দাঁড়াবে না বৃষ্টি। ঢাকাসহ সারা দেশের আকাশ প্রধানত শুষ্কই থাকতে পারে। এদিন কোথাও বৃষ্টির শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

বুধবার (১০ এপ্রিল) আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ঈদের দিন কোথাও বৃষ্টির কোনও শঙ্কা নেই। প্রায় সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে আবহাওয়া অফিস তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় কমতে পারে। তবে সার্বিকভাবে সারা দেশে এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিনই আবহাওয়া শুষ্ক থাকতে পারে।  

বিজ্ঞাপন

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD