ঢাকায় ফেরা যাত্রীর চাপ বেড়েছে লঞ্চে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪


ঢাকায় ফেরা যাত্রীর চাপ বেড়েছে লঞ্চে
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিনের টানা ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।


সোমবার (১৫ এপ্রিল)  দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের চাপ গত দু’দিনের চেয়ে বেড়েছে।


ঈদ ও বৈশাখের দীর্ঘ ছয় দিনের ছুটি শেষে আজ প্রথম কর্মদিবস। সে হিসেবে রাজধানীতে ফিরে আসা মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে।


আরও পড়ুন: ঈদে টানা দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেল


বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা গেছে, ৮টা পর্যন্ত সদরঘাটে ৭৮টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে। ঘরে ফেরা মানুষের চাপ সামলাতে প্রায় সকল লঞ্চ যাত্রী রেখে ফের যাত্রী আনতে দ্রুত টার্মিনাল ত্যাগ করছে।


বিআইডব্লিটিএর বাদিং সারেং আলমগীর হোসেন গণমাধ্যমে জানান, আজকে আসা প্রায় সকল লঞ্চ ঢাকায় যাত্রী রেখে দ্রুত টার্মিনাল ত্যাগ করেছে। বেশ কয়েকটি স্পেশাল সার্ভিস বরিশাল থেকে ঢাকা এসেছে।


আরও পড়ুন: ফাঁকা সড়কে মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা, আহত ১০


তিনি বলেন, “লম্বা ছুটি ছিল। এ কারণে মানুষ ধাপে ধাপে ফিরছে। গত দুদিনের তুলনায় রাজধানীতে ফেরা মানুষের চাপ আজ কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহের মধ্যে রাজধানীর অধিকাংশ মানুষ কাজের টানে ফিরে আসবে।”


জেবি/এসবি