ডিএমডি হলেন অগ্রণী ব্যাংকের শামিম উদ্দিন আহমেদ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৪


ডিএমডি হলেন অগ্রণী ব্যাংকের শামিম উদ্দিন আহমেদ
শামিম উদ্দিন আহমেদ

উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক শামিম উদ্দিন আহমেদ। 


মঙ্গলবার (৯ এপ্রিল)  অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের  এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।


আরও পড়ুন: অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন আবুল বাশার


শামিম উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। তিনি অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখা ও কর্পোরেট শাখা প্রধান, প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধান, বিভিন্ন সার্কেলের সার্কেল প্রধান হিসেবে সততা, দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। 


আরও পড়ুন: কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংক থেকে ২ লাখ টাকা ছিনতাই


শামিম উদ্দিন আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।


 তিনি ব্যাংকিং বিষয়ে সেমিনার ও কর্মশালায় অংশ নিতে নেপাল, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।


জেবি/এসবি