Logo

ফের সোনার দাম বেড়ে সর্বোচ্চ রেকর্ড

profile picture
জনবাণী ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৪, ০৬:২৫
206Shares
ফের সোনার দাম বেড়ে সর্বোচ্চ রেকর্ড
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞাপন

দেশের বাজারে ফের সোনার দামে সর্বোচ্চ রেকর্ড হয়েছে। এবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ২ হাজার ২৭৫ টাকা বাড়ানো হয়েছে। এর ১০ দিন আগে সোনার দাম কমানো হয়েছিল।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞাপন

এতে বলা হয়ে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে এ দাম কার্যকর করা হবে।

বিজ্ঞাপন

নতুন দাম অনুসারে, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ১ লাখ ১৯ হাজার ৮৪৮ টাকা। দেশের বাজারে এর আগে কখনো সোনার এত দাম হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ১ লাখ ১৪ হাজার ২০২ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৬৫৬ টাকা বাড়িয়ে  ৯৭ হাজার ৮৮৪ টাকা কর হয়েছে। 

তবে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৩৮৮ টাকা কমিয়ে ৭৮ হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD