তীব্র গরমে চলতি সপ্তাহে জবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত, পরীক্ষা রিসিডিউল
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪
সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে চলতি সপ্তাহে সব বিভাগের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আর এ সপ্তাহে যেসব পরীক্ষা রয়েছে সেসব পুনরায় রিসিডিউল করা হবে।
রবিবার (২১ এপ্রিল) উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম।
আরও পড়ুন: নানা আয়োজনে জবিতে বাংলা নববর্ষ উদযাপন
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আইনুল ইসলাম বলেন, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে চলতি সপ্তাহে সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর কোনো পরীক্ষা থাকলে সেসব রিসিডিউল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ তাপপ্রবাহ পরবর্তী সপ্তাহে অব্যাহত থাকলে তখন আবার সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে, আপাতত এ সপ্তাহটা অনলাইনেই চলবে।
আরও পড়ুন: নববর্ষ উৎযাপনের জন্য নতুন সাজে প্রস্তুত জবি
এদিকে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সারা দেশের স্কুল-কলেজের পূর্বনির্ধারিত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তা ছাড়া তীব্র তাপদাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ক্লাসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেবি/এসবি