ডাক্তার দেখাতে গিয়ে বাসচাপায় এক পরিবারের ৪ জনের মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪


ডাক্তার দেখাতে গিয়ে বাসচাপায় এক পরিবারের ৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লার দাউদকান্দিতে বাস দুর্ঘটনায় মা, মেয়ে ও দুই নাতনি নিহত হয়েছেন।  


সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আরও পড়ুন: কুমিল্লায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর


বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক।  


নিহতরা হলেন তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের শাহজালালের স্ত্রী দিলবার নেছা (৬৫), তার মেয়ে পাশের দড়িকান্দি গ্রামের প্রবাসী সফিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম, শাহীনুরের দুই মেয়ে সায়মা (৫) এবং রাইছা (২)।  


ওসি জহুরুল জানান, মা দিলবারের সঙ্গে মেয়েদের নিয়ে কুমিল্লায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন শাহিনুর। ফেরার পথে মালিখিল এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একুশে পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দিলবার ও শাহিনুর নিহত হন। এসময় আহত হয় সায়মা ও রাইছা। এ অবস্থায় দুজনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।  


দুই নাতনি ও পুত্রবধূকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন দাদা রসিদ মোল্লা। তিনি বলেন, আমার ছোট ছেলের স্ত্রী তার মা আর নাতনিদের ডাক্তার দেখাতে সকালে কুমিল্লা শহরে যায়। সকালে যাওয়ার সময় আমি নিষেধ করেছিলাম। তারা ডাক্তার দেখিয়ে কুমিল্লা থেকে ফেরার পথে শেষ হয়ে গেল।


আরও পড়ুন: পাপিয়াকে কাশিমপুর থেকে কুমিল্লা কারাগারে স্থানান্তর


ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহমেদ  বলেন, এ দুর্ঘটনার খবরে আমার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  


এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরফাতুল আলম। তিনি বলেন, বাস ও চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


জেবি/এজে