বান্দরবানে ব্যাংক ডাকাতি: উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৭ জন কারাগারে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪


বান্দরবানে ব্যাংক ডাকাতি: উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৭ জন কারাগারে
ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমায় ব্যাংকে ডাকাতি, হামলা, পুলিশ ও আনসারের অস্ত্র ও টাকা লুটের মামলায় রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আরও ৭ জনকে। আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।


মঙ্গলবার (২৩ এপ্রিল)  দুপুরে আসামিদের বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরানের আদালতে হাজির করে পুলিশ। আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।


আসামিরা হলেন- রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান নুন নোয়াম (৩৩), লাল নুন নোয়াম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান (৩২), লাল মিন বম (৫৬) ভান বিয়াক লিয়ান বম (২৩)। তারা সবাই রুমা উপজেলার মুনলাই পাড়ার বাসিন্দা। 


আরও পড়ুন: যৌথ অভিযান: বান্দরবানে ৩ উপজেলায় ভোট স্থগিত


বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রুমায় ব্যাংক ডাকাতি, হামলা আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুটের মামলায় গ্রেফতার ৭ জনকে আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগ শুনে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আরও পড়ুন: বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের ৮ সদস্য আটক, অস্ত্র উদ্ধার


যৌথ বাহিনী জানিয়েছে, রুমা ও থানচিতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তাণ্ডব চালিয়ে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বন্ধে সাড়াশি অভিযানে চালাচ্ছে সেনাবাহিনী, র্যাব, আর্মস পুলিশসহ যৌথ বাহিনী। অভিযানে সোমবার রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকা থেকে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান নুন নোয়ামসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।


প্রসঙ্গত, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেফতার এ পর্যন্ত ৭৮ জনকে পুলিশ আদালতের নির্দেশনায় বান্দরবান কারাগারে পাঠিয়েছে।


জেবি/এসবি