Logo

উজিরপুরের সন্ধ্যা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা

profile picture
উপজেলা প্রতিনিধি
বরিশাল
৩০ অক্টোবর, ২০২৫, ১৯:০৮
31Shares
উজিরপুরের সন্ধ্যা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা
ছবি প্রতিনিধি।

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সন্ধ্যা নদীতে আভাস ও উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রোমাঞ্চকর নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর) বিকাল ৩ টার সন্ধ্যা নদীর শিকারপুর সরকারী শেরে- বাংলা ডিগ্রি কলেজের সামনে থেকে শুরু করে ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম,এ জলিল সেতু পর্যন্ত নৌকা বাইচ শেষ হয়। এ প্রতিযোগিতা ৬ টি নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলী সুজার সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার মো.শরীফ উদ্দিন ও জাতীয় জাদুঘরের জনশক্তি বিভাগের কীপার আসমা ফেরদৌসি।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা মহেশ্বর মন্ডল, আভাস কর্মকর্তা মো শহিদুল ইসলাম, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম সহ জেলা,উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য নদীর দুই পাশে ও নদীতে ভিবিন্ন সাঝে সজ্জিত ছিল ট্রলার, নৌকাসহ হাজার হাজার শ্রোতা উপস্থিত ছিলেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় শেষে অংশগ্রহণ কারি বিজয়ী প্রথম শেরে-বাংলা একে ফজলুল হক দল, দ্বিতীয় মেজর এম এ জলিল, তৃতীয় জুলাই যোদ্ধা সহ সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ কারিদের পুরুষ্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ সকল উপস্হিত অথিতি বৃন্দরা।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD