Logo

নার্সিং পেশা ধ্বংসের অপচেষ্টার বিরুদ্ধে নেত্রকোণায় নার্সদের মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
৩০ অক্টোবর, ২০২৫, ১৭:২৭
50Shares
নার্সিং পেশা ধ্বংসের অপচেষ্টার বিরুদ্ধে নেত্রকোণায় নার্সদের মানববন্ধন
ছবি: প্রতিনিধি

দেশব্যাপী জেলায় জেলায় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ভিন্ন অধিদপ্তরের নিয়ন্ত্রণে নেয়ার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নেত্রকোণা সদর হাসপাতালের সামনে জেলা নার্সেস এসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নার্সেস এসোসিয়েশনের সভাপতি ফাতেমা, সাধারণ সম্পাদক বিউটি রানী রায়সহ অন্যরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য অধিদপ্তরের নিয়ন্ত্রনে নেয়ার মাধ্যমে স্বতন্ত্র নার্সিং পেশাকে ধ্বংসের অপচেষ্টা চলছে। এ ধরণের অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বক্তারা অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের করা ৭দফা বাস্তবায়নের আহ্বান জানান।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD