চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি, জনজীবন অতিষ্ঠ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪


চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি, জনজীবন অতিষ্ঠ
ফাইল ছবি

গেল কয়েকদিনের তুলনায় চুয়াডাঙ্গায় ফের তাপমাত্রা বেড়ে। এতে জনজীবন অতিষ্ঠ। জেলার কয়েকটি জায়গায় মঙ্গলবার রাত ১টার দিকে ৪০ মিনিট গুড়িগুড়ি বৃষ্টিপাত হয়, যা ১ দশমিক ৬ মিলিমিটার রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস। তবে, সকাল থেকে ফের  উত্তপ্ত হতে শুরু করেছে চুয়াডাঙ্গার জনপদ।


বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৩ টার দিকে  চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।


আরও পড়ুন: বৃষ্টির অভাবে দেশে মরুর উত্তাপ


প্রচণ্ড তাপদাহে কোথাও  স্বস্তি মিলছে না কোথাও। গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে মানুষ। তবে ভ্যাপসা গরমে সেখানেও মিলছে না শান্তি। চলমান দাবদাহে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। নষ্ট হচ্ছে ধান, আম, লিচু ও কলাসহ মাঠের অন্যান্য ফসল।


আরও পড়ুন: যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে


চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, মঙ্গলবারের তুলনায় আজ তাপমাত্রা দুই ডিগ্রি বেড়েছে। এপ্রিল মাসজুড়ে এমন পরিস্থিতি থাকতে পারে।


জেবি/এসবি