পাকিস্তান সফরে যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

পাকিস্তানের ইসলামাবাদে মঙ্গলবার (২২ মার্চ) শুরু হচ্ছে দুই দিনব্যাপী ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৮তম অধিবেশন। অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানানো হলেও দেশটিতে সফরে যাচ্ছেন না তিনি।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সাংবাদিকদের বলেছেন, ‘ওআইসির বৈঠকগুলোতে আমরা সব সময় যোগ দিই। আমি আগে বলেছিলাম, ‘যাব’। কিন্তু সম্প্রতি আমার একটু অসুখবিসুখ হওয়ায় ডাক্তার বলেছেন, বিশ্রাম নেন। আমরা এ বিষয়ে চিন্তাভাবনা করছি।’
তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী না গেলেও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছে।
ওআ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: প্রধান নির্বাচন কমিশনার

যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষিদ্ধ

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা: প্রেস সচিব

আ. লীগ ছাড়া অন্য দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে বলল ইসি
