ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি রাশেদা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪


ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি রাশেদা
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা - ফাইল ছবি

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা মন্তব্য করেছেন, প্রতিদ্বন্দ্বিতা বিহীন, ভোটার ছাড়া ভোট, চুন ছাড়া পান খাওয়ার মতো। এসময় প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোট কেন্দ্রে আনার পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান।


সোমবার (২৯ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।


আরও পড়ুন: উপজেলা নির্বাচন শতভাগ প্রভাবমুক্ত হবে: ইসি হাবিব


পরে তিনি নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের প্রার্থীদের সমান চোখে দেখার নির্দেশনা দেন। সেই সাথে সংবাদ মাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।


আরও পড়ুন: চতুর্থ ধাপের উপজেলা ভোট ৫ জুন


এ সময় সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।


জেবি/এসবি