Logo

১০ মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯১২ কোটি ডলার

profile picture
জনবাণী ডেস্ক
৩ মে, ২০২৪, ০৬:১৮
42Shares
১০ মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯১২ কোটি ডলার
ছবি: সংগৃহীত

মার্চ মাসে রেমিট্যান্স এসেছে ১৯৯ কোটি ডলার ও ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ডলার।

বিজ্ঞাপন

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯১২ কোটি ডলার। গত অর্থবছরে একই সময়ে রেমিট্যান্স এসে ছিল ১ হাজার ৭৫৭ কোটি ডলার। 

দর বৃদ্ধি করে ডলার ক্রয়ে এপ্রিল মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। গত এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি ডলার। এর আগে মার্চ মাসে রেমিট্যান্স এসেছে ১৯৯ কোটি ডলার ও ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ডলার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ মে) রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। ২০২১ সালের আগস্ট মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার। 

বিভিন্ন ব্যাংক থেকে ডলার বিক্রয় শুরু করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো থেকে চলতি অর্থবছরে এ পর্যন্ত ১১ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, ব্যাংকগুলো দীর্ঘদিন যাবত ১২৩ টাকা থেকে ১২৪ টাকা দরে রেমিট্যান্স ক্রয় করছে। গত মার্চের ১০ তারিখ থেকে দর কমতে কমতে ১১৩ টাকায় নেমে আসে। কোন ব্যাংকে বাড়তি ডলার থাকলে তা সোয়াপের মাধ্যমে

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD