ইবিতে গুচ্ছ বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৩ শতাংশ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ৩রা মে ২০২৪


ইবিতে গুচ্ছ বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৩ শতাংশ
ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল সাত হাজার ২৪৬। এরমধ্যে উপস্থিত ছিলেন ছয় হাজার ৭৮১ জন। যা হিসেব অনুযায়ী মোট ভর্তিচ্ছুর ৯৩ দশমিক ৫৮ শতাংশ। 


শুক্রবার (৩ মে) বিকালে বি ইউনিটের সমন্বয়কারী ও কলা অনুষদের ডীন অধ্যাপক ড. এমতাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে এদিন বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬ টি একাডেমিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: নোবিপ্রবিতে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৯.৩৯ শতাংশ


এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন পরীক্ষা হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।


পরীক্ষা চলাকালীন সময়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করে প্রশাসন।


এছাড়াও অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলেন ভ্রাম্যমাণ আদালত। সাথে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রোভার-স্কাউট সদস্যরা শৃঙ্খলারক্ষাসহ বিভিন্নভাবে পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত ছিলেন।


এমএল/