আরটিভি নির্ভীক সম্মাননা পেল ৬ অগ্নিসেনা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৪


আরটিভি নির্ভীক সম্মাননা পেল ৬ অগ্নিসেনা
ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি আর আর ক্যাবল নির্ভীক সম্মাননা-২০২৪ পেয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৬ অগ্নিসেনা।


শনিবার (৪ মে) বিশ্ব ফায়ার ফাইটার্স ডে উপলক্ষে আরটিভির উদ্যোগে আর আর ক্যাবলের সহযোগিতায় এই সম্মাননা প্রদান করা হয়।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক ছালেহ উদ্দিন, উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন, ফায়ার ফাইটার মো. মোকলেছুর রহমান, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন প্রধান, ডুবুরি মো. গোলাম রওশন ও ড্রাইভার মো. মহিউদ্দিন এ সম্মাননায় ভূষিত হয়েছেন।


আরও পড়ুন: ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনায় মামলা


রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে অগ্নি নির্বাপন ও ফায়ার সার্ভিসের কর্মকাণ্ডের উপর নির্মিত তথ্যচিত্র উপস্থাপন করা হয়। 


আরও পড়ুন: দাবদাহে পথচারীদের সুপেয় পানি সরবরাহ শুরু করেছে ফায়ার সার্ভিস


১৯৯৮ সালের ২ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় আগুন নেভাতে গিয়ে পাঁচজন ফায়ার সার্ভিস কর্মী মারা যান। তাদের স্মরণে ২০০২ সালের ৪ মে বিশ্বব্যাপী বিশ্ব ফায়ার ফাইটার্স ডে পালিত হয়ে আসছে।


জেবি/এসবি