বান্দরবানের সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী আহত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ৫ই মে ২০২৪


বান্দরবানের সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী আহত
ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ২ দিনে ৩ বাংলাদেশী আহত হয়েছে।


এরমধ্যে রবিবার (৫ মে) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭ নং পিলার এলাকায় একজন এবং শনিবার (৪ মে) রাতে ২ জন আহত হন।


আহত ৩ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।


আহত হলেন কক্সবাজারের রামু উপজেলার মো. রফিক, গর্জনিয়া এলাকার মো. আব্দুল্লাহ ও কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদ। এদের মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।


আরও পড়ুন: মিয়ানমার থেকে পালিয়ে এলো আরও ৮৮ বিজিপি সদস্য


নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন ঘটনার কথা নিশ্চিত করে বলেন, আহত ৩ জনের মধ্যে ১ জন তার এলাকার অপর ২জন রামু উপজেলা কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা গ্রামের বাসিন্দা। এরা সবাই অবৈধভাবে অনুপ্রবেশ করে সীমান্তর ওপার থেকে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও সে দেশের সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে তারা আহত হন।


নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ছাবের আহমদ জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। ঐ সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করেছে।


এমএল/