টিকাদানে বাংলাদেশ সফল: মার্কিন আন্ডার সেক্রেটারি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
তিনি বলেন, ‘শিশুসহ গ্রামীণ পর্যায়ে করোনার টিকা দেওয়ায় বাংলাদেশ ভালো করেছে, যা সহজ ছিল না।’
সোমবার (২১ মার্চ) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজার টিকা কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
টিকা কেন্দ্র পরিদর্শনে গেলে মার্কিন আন্ডার সেক্রেটারিকে স্বাগত জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
নুল্যান্ড বলেন, ‘বাংলাদেশের এই কর্মসূচিতে শুরু থেকেই যুক্তরাষ্ট্র সহযোগিতা করে এসেছে। বিশাল জনগোষ্ঠী টিকার আওতায় নিয়ে আসা, বিশেষ করে শিশু থেকে বৃদ্ধ সবাইকে টিকার আওতায় আনা সহজ কাজ নয়। এখন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগামীতেও যুক্তরাষ্ট্র সহায়তা করবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম প্রমুখ।
ওআ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আশাবাদ ভ্যাটিকানের

রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

আগামীকাল শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প নেই: ড. ইউনূস
