কারওয়ান বাজার মোড়ে প্রাইভেটকারে আগুন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫১ পিএম, ৭ই মে ২০২৪


কারওয়ান বাজার মোড়ে প্রাইভেটকারে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সামনে একটি প্রাইভেট কারে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে।  


মঙ্গলবার (৭মে) সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁও ট্রাফিক পুলিশ বক্সে কর্মরত সার্জেন্ট মো: আশিকুর রহমান।


আরও পড়ুন: রাজধানীর বনানীতে বাসে আগুন


তিনি জানান, কারওয়ান বাজার সোনারগাঁও হোটেল সংলগ্ন ট্রাফিক বক্সে ডিউটিরত অবস্থায় দেখতে পাই হঠাৎ করে একটি প্রাইভেট কারে আগুন লেগেছে। তাৎক্ষণিক আশেপাশের উপস্থিত জনতার চেষ্টায় আগুন নেভানো হয়।


এ ঘটনায় গাড়িতে অবস্থানরত দুইজন যাত্রী দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় কেউ দুর্ঘটনার স্বীকার হয়নি।  


আরও পড়ুন: শ্যামবাজারঘাটে লঞ্চে আগুন


আগুন নেভানোর পর গাড়িটিকে রেকার এর মাধ্যমে দ্রুত স্থান থেকে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় বলে জানান এই ট্রাফিক পুলিশ।  


জেবি/এজে