Logo

১৯৭৭ ব্যাচের উদ্যোগে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

profile picture
জনবাণী ডেস্ক
৮ মে, ২০২৪, ০১:৩৫
88Shares
১৯৭৭ ব্যাচের উদ্যোগে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
ছবি: সংগৃহীত

বাকি ৫৭ জন শিক্ষার্থীকে ১০ হাজার করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আল জুবায়ের: রাজধানীর ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ। প্রতি বছরই মেধাবী ও অস্বচ্ছল  শিক্ষার্থীদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সাবেক শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় এবারও ৬৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৭৭ ব্যাচের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ মে) ঢাকা কলেজের শহিদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় উচ্চ মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। উক্ত বৃত্তির আয়োজন করেছেন কলেজটির ১৯৭৭ ব্যাচের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় জিপি-৫ প্রাপ্ত ৭ জনকে দেওয়া হয়েছে ১৫ হাজার টাকা করে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো.মাহবুব হোসেন, সিদ্দিক হোসেন, মো. সাদমান সাকিব রাহাত, রিয়াদ ইসলাম, মিসবাউল্লা হাসান, মো. সোহরাব প্রধান ও মো. আতাউল্লাহ বোখারী। বাকি ৫৭ জন শিক্ষার্থীকে ১০ হাজার করে দেওয়া হয়। সর্বমোট ৬ লাখ ৭৫ হাজার টাকা বৃদ্ধি প্রদান করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কর্ণধার জনাব বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মঈন ও ঢাকা কলেজের ১৯৭৭ ব্যাচের বাণিজ্য বিভাগের চীফ কো-অর্ডিনেটর জনাব মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD