Logo

বগুড়ায় প্রিজাইডিং অফিসারসহ গ্রেফতার ২

profile picture
জনবাণী ডেস্ক
৯ মে, ২০২৪, ০৬:২৮
বগুড়ায় প্রিজাইডিং অফিসারসহ গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন।

বিজ্ঞাপন

বগুড়ার গাবতলীতে রামেশ্বরপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার বাইরে দেয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার ও আনারস প্রতীকের প্রার্থীর এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ মে) বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের মাঝপাড়া কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী এবং এজেন্ট এরশাদ আলী।

বিজ্ঞাপন

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন।

বিজ্ঞাপন

পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন, প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী ৯০০ ব্যালট পেপার স্বাক্ষর ও সিলসহ এজেন্ট এরশাদ আলীর মাধ্যমে কেন্দ্রের বাইরে পাঠায়। এরপর বিভিন্ন ভোটারের মাধ্যমে ৩০০ ব্যালট বাক্সে ফেলা হয়। পরবর্তীতে এরশাদকে গ্রেপ্তার করে ৬০০ ব্যালট উদ্ধার করা হয়। পরে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে আরও ৯০০ ব্যালটের মুড়ি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD