Logo

গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন মনসুর আহমেদ খাঁন জিন্নাহ নির্বাচিত

profile picture
জনবাণী ডেস্ক
৯ মে, ২০২৪, ২০:৫৮
81Shares
গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন মনসুর আহমেদ খাঁন জিন্নাহ নির্বাচিত
ছবি: সংগৃহীত

উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বশির আহমেদ জানান

বিজ্ঞাপন

আবু হানিফ রানা: ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন বিপুল ভোটের ব্যবধানে কাপ পিরিচ প্রতীকে জয়লাভ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আহমেদ খাঁন জিন্নাহ।

এই প্রার্থী ২০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম (প্রতীক আনারস)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মনসুর আহমেদ খান জিন্নাহ'র প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৪হাজার ৫৩৫। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম পেয়েছেন ২৩ হাজার ৫৬৯ভোট।

নির্বাচন চলাকালে গজারিয়া উপজেলার তিনটি কেন্দ্রে গোলযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪/৫ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। তবে, বড় ধরণের তেমন কোন ঘটনা ঘটেনি বলে জেলা নির্বাচন কর্মকর্তা ও গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বশির আহমেদ জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে টিউবওয়েল প্রতীক নিয়ে ৩০ হজার ৭৮৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম মন্টু। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী জুনায়েদ হোসেন মনির -তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৭৭৮ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ২৬ হাজার ৭৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মীনা আক্তার মীনু। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী মেহেরুন নেসা উত্তরা কলস প্রতীক পেয়েছেন ২০ হাজার ৭০২ভোট।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গজারিয়ার উপজেলায় মোট ভোটার ছিল ১ লাখ ৪৭ হাজার ২৪৬জন। ৬০টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD