Logo

অনিশ্চিত তাসকিনই যে কারণে বিশ্বকাপের সহ-অধিনায়ক

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৪, ০২:২২
107Shares
অনিশ্চিত তাসকিনই যে কারণে বিশ্বকাপের সহ-অধিনায়ক
ছবি: সংগৃহীত

তবুও তাকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছে বিসিবি। সেই সাথে কাঁধে রয়েছে বড় দায়িত্ব।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে যুক্তরাষ্ট্র সিরিজে অনিশ্চিত টাইগার পেসার তাসকিন আহমেদ। তাসকিনের রিপোর্টের অপেক্ষায় দল ঘোষণা করতে বিলম্ব করেছে বিসিবির নির্বাচক প্যানেল। তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কি এটা নিয়েও সন্দেহ রয়েছে। তবুও তাকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছে বিসিবি। সেই সাথে কাঁধে রয়েছে বড় দায়িত্ব। 

বিজ্ঞাপন

বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক করা হয়েছে ডান হাতি এ পেসারকে। এ বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ‘তিনি তরুণ প্রজন্মের উদীয়মান একজন ক্রিকেটার, বিপিএলে নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিভাগের হয়ে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে বিভিন্ন সংস্করণে। সে জন্য তাকেই হয়তো প্রত্যাশিত প্রার্থী মনে হয়েছে।’

বিজ্ঞাপন

লিপু আরও বলেন, ‘যতোটুকু তথ্য জানা গেছে, সেটা হলো বিশ্বকাপ চলাকালীন সময়ে সে সুস্থ হয়ে উঠবে। আপনারা জানেন যে এবারের নিয়ম হলো একজন চোটে থাকা ক্রিকেটারকেও দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবেন এবং উনি যদি ভালো হয়ে ওঠেন, তাহলে ভালো। আর না হলে পরিবর্তন করা যাবে। তবে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না।’

বিজ্ঞাপন

সময়মতো তাসকিন সুস্থ না হলে বিশ্বকাপ দলে সুযোগ পাবেন হাসান মাহমুদ। লিপু জানিয়েছেন, ‘যদি সে খেলতে না পারে, তাহলে বিসিবি তাদের নজরে আনবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই মুহূর্তে আমি পরিষ্কার উত্তর দিতে পারছি না। যদি সে কোনো কারণে না খেলে, তবে তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া হবে। আশা করি, এমন কিছু না হোক।’

বিজ্ঞাপন

 জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD