যেসব জেলার ওপর দিয়ে বইবে তাপপ্রবাহ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪


যেসব জেলার ওপর দিয়ে বইবে তাপপ্রবাহ
ফাইল ছবি

গেল এপ্রিল ছিল তাপপ্রবাহ।‌ টানা তাপপ্রবাহের মধ্যে দেশের মানুষের জীবন অতিষ্ঠ। তীব্র গরমে পুরোদেশে জনজীবন ছিল বিপর্যস্ত। চলতি মাসের রাজধানীসহ সারাদেশে ঝড়-বৃষ্টি হয়ে তাপমাত্রা স্বাভাবিক হয়েছে।


এ সপ্তাহে বৃষ্টি হয়নি বললেই চলে। দেশের কিছু জেলায় ফের শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। বুধবার (১৫ মে) চার বিভাগ ও বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার খবর জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


আরও পড়ুন: তাপমাত্রা কবে থেকে বাড়বে জানালো আবহাওয়া অফিস


মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।


আরও পড়ুন: যেমন হতে পারে দিন ও রাতের তাপমাত্রা


আবহাওয়া অফিস জানায়, বুধবার (১৫ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, খুলনা এবং সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা,  কক্সবাজার, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ভোলা এবং পটুয়াখালী জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।


পুরোদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।


জেবি/এসবি