Logo

এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেল যে ১০ মন্ত্রণালয়

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মে, ২০২৪, ০৫:৪৮
128Shares
এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেল যে ১০ মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

এই মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ হাজার ৮০৮ কোটি ৮৮ লাখ টাকা

বিজ্ঞাপন

নতুন অর্থবছরের (২০২৪-২৫) জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া । মোট ব‍্যয়ের মধ্যে সরকার দেবে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা, বিদেশি ঋণ ও অনুদান থেকে আসবে এক লাখ কোটি টাকা। একই সাথে ১০টি মন্ত্রণালয়কে আগামী অর্থবছরের জন্য সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বৈঠকের পর সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে স্থানীয় সরকার বিভাগে। এই মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ হাজার ৮০৮ কোটি ৮৮ লাখ টাকা।

বিজ্ঞাপন

এডিপিতে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০ মন্ত্রণালয়-

বিজ্ঞাপন

১. স্থানীয় সরকার মন্ত্রণালয়: প্রায় ৩৮ হাজার ৮০৮ কোটি ৮৮ লাা টাকা (মোট বরাদ্দের ১৫ দশমিক শূন্য শতাংশ)।

২. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ: প্রায় ৩২ হাজার ৪২ কোটি ৪৩ লাখ টাকা (মোট বরাদ্দের ১২ দশিমক ৩৯ শতাংশ)।

বিজ্ঞাপন

৩. বিদ্যুৎ সেক্টর: প্রায় ২৯ হাজার ১৭৬ কোটি ৭০ লাখ টাকা (মোট বরাদ্দের ১১ দশমিক ২৮ শতাংশ)।

বিজ্ঞাপন

৪. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: প্রায় ১৬ হাজার ১৩৫ কোটি ৫২ লাখ টাকা (মোট বরাদ্দের ৬ দশিমক ২৪ শতাংশ)।

৫. স্বাস্থ্য সেবা খ্যাতে: প্রায় ১৩ হাজার ৭৪১ কোটি ৩৩ লাখ টাকা (মোট বরাদ্দের ৫ দশমিক ৩১ শতাংশ)।

বিজ্ঞাপন

৬. রেলপথ মন্ত্রণালয়: প্রায় ১৩ হাজার ৭২৫ কোটি ৬৪ লাখ টাকা (মোট বরাদ্দের ৫ দশিমক ৩১ শতাংশ)।

বিজ্ঞাপন

৭. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: প্রায় ১২ হাজার ৮৮৬ কোটি ৭০ লাখ টাকা (মোট বরাদ্দের ৪ দশমিক ৯৮ শতাংশ)।

বিজ্ঞাপন

৮. মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ: প্রায় ১১ হাজার ৩৮৭ কোটি ৬৯ লাখ টাকা (মোট বরাদ্দের ৪ দশমিক ৪০ শতাংশ)।

৯. নৌ-পরিবহন মন্ত্রণালয়: প্রায় ১০ হাজার ৩৭৩ কোটি ৪৫ লাখ টাকা (৪.০১ শতাংশ)।

১০. পানিসম্পদ মন্ত্রণালয়: প্রায় ৮ হাজার ৬৮৭ কোটি ৯ লাখ টাকা (মোট বরাদ্দের ৩ দশমিক ৩৬ শতাংশ)।

সবমিলিয়ে এই ১০টি মন্ত্রণালয়ে সর্বমোট বরাদ্দ প্রায় ১ লাখ ৮৬ হাজার ৯৬৫ কোটি ৪৩ লাখ টাকা বা মন্ত্রণালয়ভিত্তিক মোট বরাদ্দের প্রায় ৭১ দশমিক ৮৮ শতাংশ।

অপরদিকে এনইসি সভায় নতুন অর্থবছরের জন্য স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের প্রায় ১৩ হাজার ২৮৮ কোটি ৯১ লাখ টাকার এডিপিও আজ অনুমোদন হয়েছে। এর মধ্যে সরকার দেবে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা, বিদেশি ঋণ ও অনুদান থেকে আসবে এক লাখ কোটি টাকা। 

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD