Logo

রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি

profile picture
জনবাণী ডেস্ক
২০ মে, ২০২৪, ২৩:২৮
51Shares
রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি
ছবি: সংগৃহীত

পুলিশের উদ্ধারকারী বড় রেকার গাড়ি দিয়ে লোডেড সিমেন্ট মিক্সার লরিটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এতে করে যান চলাচলে বাঁধা সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

ঢাকার জাহাঙ্গীর গেট এলাকায় দ্রুতগামী একটি সিমেন্ট মিক্সার লরি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কে উল্টে গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উল্টে যাওয়া সিমেন্ট মিক্সার লরিটি বসুন্ধরা সিমেন্ট কোম্পানির। 

বিজ্ঞাপন

রবিবার (১৯ মে) দিবাগত রাতে মহাখালী বিএএফ শাহিন স্কুলের সামনে দিয়ে ইউটার্ন নিয়ে জাহাঙ্গীর গেট মোড়ে ইনকামিং সড়কে উল্টে যায় লরিটি। 

বিজ্ঞাপন

পরে পুলিশের উদ্ধারকারী বড় রেকার গাড়ি দিয়ে লোডেড সিমেন্ট মিক্সার লরিটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এতে করে যান চলাচলে বাঁধা সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

ট্রাফিক তেজগাঁওয়ের শেরে বাংলা জোনের সহকারী কমিশনার তারেক সেকান্দার সংবাদমাধ্যমকে বলেন, পুলিশের পক্ষ থেকে উল্টে যাওয়া সিমেন্টের লরি গাড়িটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কারণ লরিটি সিমেন্ট লোড করা ছিল। পরে সংশ্লিষ্ট মালিকপক্ষকে খবর দেওয়া হয়। 

বিজ্ঞাপন

তিনি জানান, বসুন্ধরা সিমেন্ট কর্তৃপক্ষের বড় উদ্ধারকারী ক্রেন আসছে। আশা করছি অতি দ্রুত এটি সরানো সম্ভব হবে। 

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD