গণহত্যার স্বীকৃতিতে মিয়ানমারের ওপর চাপ বাড়বে: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

মিয়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর গণহত্যা চালানো হয়েছে বলে মার্কিন স্বীকৃতিকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের গণহত্যার স্বীকৃতিতে মিয়ানমারের ওপর এখন আন্তর্জাতিক চাপ বাড়বে। এতে করে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন দ্রুত হবে।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে পররাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র শক্তিশালী দেশ, আমাদের বন্ধু দেশ। সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সহিংসতাকে গণহত্যার স্বীকৃতির ঘোষণা দিয়েছে। আমরা এটাকে স্বাগত জানাই। দেরিতে হলেও এটাকে আমরা স্বাগত জানাই। এটা ভালো খবর।’
ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘মিয়ানমার ৭০০ জনকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। কিন্তু ফিরিয়ে নেওয়াদের মধ্যে অনেকের বাবাকে নিচ্ছে তো মাকে নিচ্ছে না। এমনকি বিপুল এ জনসংখ্যার মধ্যে মাত্র ২৮ হাজারকে মিয়ানমারের বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটি।’
ওআ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: প্রধান নির্বাচন কমিশনার

যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষিদ্ধ

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা: প্রেস সচিব

আ. লীগ ছাড়া অন্য দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে বলল ইসি
