ইবিএল-মানা বে ওয়াটার পার্ক চুক্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২০ পিএম, ২৬শে মে ২০২৪

এম. খোরশেদ আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং সেলিম খান সুরাটি, অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট, মানা বে ওয়াটার পার্ক সম্প্রতি ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর করেন।
রবিবার (২৬ মে) এই চুক্তি স্বাক্ষরিত হয়।
আরও পড়ুন: অগ্রণী ব্যাংকে সিএমএসএমই লোন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
চুক্তির অধীনে ইবিএল কার্ডধারীরা, ঢাকার অদুরে অবস্থিত জনপ্রিয় ওয়াটার থিম পার্কটিতে বিশেষ সুবিধা ভোগ করবেন।
অন্যাদের মধ্যে ফারজানা কাদের সিনিয়র ব্যবস্থাপক, রিটেইল অ্যালাইন্স, ইবিএল এবং আরিফা আফরোজ, সিনিয়র ম্যানেজার, মানা বে ওয়াটার পার্ক উপস্থিত ছিলেন।
এমএল/