রাত ১টার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড় হতে পারে


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ২৬শে মে ২০২৪


রাত ১টার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড় হতে পারে
ফাইল ছবি

দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 


রবিবার (২৬ মে) দিনগত রাত ১টা পর্যন্ত এ পূর্বাভাস দেওয়া হয়েছে।


আরও পড়ুন: উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ


পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮৯ কিলোমিটার অথবা তারচেয়ে বেশি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এসব এলাকার নদীবন্দরগুলোকে ৪ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।


আরও পড়ুন: ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার ১৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি


এছাড়া দেশের অন্য জায়গায় পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।


এ সকল এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত সংকেত দেখাতে বলা হয়েছে।


জেবি/এসবি