ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রোগীর মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ২৭শে মে ২০২৪


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রোগীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাতে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকার ঢাকামুখী লেনে এ দূর্ঘটনা ঘটে।


আরও পড়ুন: এতিমদের সাথে খাবার খেলেন উপজেলা চেয়ারম্যান কালাম


নিহত গোলাম মোস্তফা (৩৫) সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাড়ি এলাকার মৃত মোহর আলী মিস্ত্রীর ছেলে।


কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আরিফ জানান, ওই অ্যাম্বুলেন্সটি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক সামান্য আহত হন।


আরও পড়ুন: মুন্সীগঞ্জে ৯০২ পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক


এর আগে গোলাম মোস্তফা কুমিল্লায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছিল।


এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


এমএল/