কুড়িগ্রামে ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪


কুড়িগ্রামে ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
ছবি: প্রতিনিধি

রাজারহাটে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. নয়ন মিয়া (২১) ও মো. মানিক মিয়া (৩৬) কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। 


মঙ্গলবার (২৮ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র।


আরও পড়ুন: কুড়িগ্রামে ইস্কাফ ও ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 


পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম রবিবার (২৬ মে) বিকেলে রাজারহাট থানাধীন সিঙ্গারডাবরী নামক স্থানে রাজারহাট হতে তিস্তাগামী রাস্তা থেকে একটি অটোরিকশায় মাদক পরিবহনের সময় ফুলবাড়ীর তালুক শিমুলবাড়ী গ্রামের মাদক কারবারি মো. নয়ন মিয়া ও মো. মানিক মিয়াকে ৭ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।


এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


এমএল/