ভোটারের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছেন পোলিং এজেন্ট


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪


ভোটারের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছেন পোলিং এজেন্ট
ছবি: সংগৃহীত

চলছে তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের ভোটগ্রহণ। এদিন সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা একদম কমে গেছে। 


বুধবার (২৯ মে) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বল্লভপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা গেছে।


ওই কেন্দ্রের ৫নং বুথে গিয়ে দেখা যায়, টিউবওয়েল প্রতীকের পোলিং এজেন্ট মো. রাসেল মিয়া তার সামনে থাকা টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। তার সাথে থাকা অন্য এজেন্ট ও পোলিং অফিসাররা খোশগল্পে মেতেছেন।


ওই বুথের সহকারী প্রিসাইডিং অফিসারের দাবি করে, অনেকক্ষণ হয়ে গেল ভোটার আসে না। তীব্র গরমে অতিষ্ঠ বুথের সবাই। ভোটকক্ষে বৈদ্যুতিক সংযোগ না থাকায় আরো বেশি বিপাকে পড়েছেন তারা।


আরও পড়ুন: চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ: ইসি সচিব


কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুজিবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, “সকালের দিকে ভোটারের কিছুটা চাপ ছিল। এখন সে তুলনায় কম। কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬২৯ জন। দুপুর সোয়া ১টা পর্যন্ত ভোট পড়েছে ৮৪০টি।”


আরও পড়ুন: ভোটকেন্দ্রে ১০৪ বয়সী জুনাব আলী


উল্লেখ্য, কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ৭৪৬ জন ভোটার রয়েছেন।


জেবি/এসবি