চলতি মাসে ডেঙ্গুতে প্রাণ গেল ১১ জনের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৪ অপরাহ্ন, ৩০শে মে ২০২৪


চলতি মাসে ডেঙ্গুতে প্রাণ গেল ১১ জনের
প্রতীকী ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও একজনের প্রাণহানি হয়েছে। এনিয়ে চলতি মে মাসে ১১ জনের মৃত্যু হলো।


বৃহস্পতিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১২ জন এবং এর বাহিরে বিভিন্ন হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছে।


আরও পড়ুন: ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজধানীর ১৮ এলাকা


এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৩৫ জন। এরমেধ্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৬৯৬ জন। মারা গেছেন ৩৬ জন।


আরও পড়ুন: করোনা ভাইরাসে মৃত্যু ১, শনাক্ত ১১


উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


জেবি/এসবি