ঝড়ের তাণ্ডবে উপরে গেল ১৮০বছরের বট বৃক্ষ হালা বট


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২রা জুন ২০২৪


ঝড়ের তাণ্ডবে উপরে গেল ১৮০বছরের বট বৃক্ষ হালা বট
ছবি: প্রতিনিধি

শনিবার(১ জুন)রাত ৮টার পর থেকে  ভারী বর্ষণে লালমনিরহাট সদর উপজেলার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।


এ সময় ঝড়ের  তাণ্ডবে উড়ে গেছে বিভিন্ন স্থানের ঘর বড়ির চাল, সহ উপরে ও ভেঙ্গে গেছে শত শত গাছ ও  বৈদ্যুতিক খুটি। গ্রাম অঞ্চল গুলোতে বিদ্যুৎ আসে নি রবিবার (২ জুন) ১২টা অবধি।



এ ঝড়ের তাণ্ডবে উপরে গেছে লালমনিরহাটের প্রায় ১৮০ বছর বয়সী বটবৃক্ষ হালা বট। লালমনিরহাট পৌরসভার  অধীনস্ত একটি বিখ্যাত স্থান এই হালা বটের তল। প্রায় দুই একর জমিজুড়ে বিস্তৃত প্রাচীন এ বটগাছ। লালমনিরহাট-কুলাঘাট সড়কের বানিয়ার দীঘির উত্তর পাশে এর অবস্থান।


 গাছটির দক্ষিণ পাশের একটি ডাল প্রধান শাখা থেকে কিছু দূরে মাটিতে চাপা পড়েছিলো যা আর ও একটি বটগাছের সৃষ্টি করেছে। পশ্চিম অংশের কয়েকটি ডাল রাস্তার ওপর দিয়ে পাশের জমিকে আচ্ছন্ন করে ফেলেছে। মূল বটগাছটির ওপরে আরও তিনটি গাছ যুক্ত ছিলো পাইকর, আম ও বকুল ফুলের গাছ।


গাছটির বয়স প্রায় ১৮০ বছর। গাছের নিচের ঈদগাহ মাঠটি আরও পুরোনো। এই গাছটিকে কেন্দ্র করে চলছিলো বিভিন্ন ধর্মীয় কুসংস্কার,গাছটিকে অনেকেই মানত করতো তাদের মনোবাসনা পূরণের জন্য।


গাছটির উপরে পড়ার পর থেকে  সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা চলছে।।

মুঠোফোনে লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন জানান গাছটি সেই পুরনো মাঠটির সম্পদ।

গাছটি থেকে যে অর্থ পাওয়া যাবে তা মাঠ ও মসজিদের অবকাঠামগত উন্নয়নে ব্যবহৃত হবে। তিনি আরো বলেন উক্ত স্থানে আবার নতুন করে বৃক্ষরোপণ করা হবে।


এসডি/