রাতেই ঢাকাসহ ১২ অঞ্চলে তীব্র ঝড়বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪
ঢাকাসহ ১২ অঞ্চলে তীব্র ঝড়বৃষ্টির খবর জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসাথে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
সোমবার (৩ জুন) আবহাওয়াবিদ হাফিজুর রহমান সই করা এক বার্তায় এ খবর জানানো হয়েছে।
আরও পড়ুন: জুন মাসে ভারী বৃষ্টি ও বন্যা হতে পারে
পূর্ভাভাসে বলা হ্য়, সোমবার দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: ঢাকাসহ ১৬ অঞ্চলে বইছে তাপপ্রবাহ
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
জেবি/এসবি