রাজউকের মোবাইল কোর্ট চলাকালীন সন্ত্রাসী হামলা পুলিশ সদস্য আহত

ভবন মালিককে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করেন
বিজ্ঞাপন
রাজউকের মোবাইল কোর্ট পরিচালনার সময় সন্ত্রাসীর অর্তকিত হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার (৩ জুন) সময় বিকাল আনুমানিক ৪ ঘটিকায় সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের রসুলপুর বাজারে রাজউক কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মনির হোসেন হাওলাদার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পরিচালক রাজউক জোন (৭)অথরাইড অফিসার রঙ্গন মন্ডল, এমারত পরিদর্শক মুরাদ হোসেন, পুলিশ ইন্সপেক্টর (নি:) মো. হেলাল উদ্দিন, আইসি, কোনাখোনা ফাঁড়ী এবং পুলিশ লাইন হতে এসএফ ১০ পুলিশ সদস্যসহ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
বিজ্ঞাপন
মোবাইল কোর্ট চলাকালীন পুলিশের উপর সন্ত্রাসীর অর্তকিত আক্রমনের সময় ১। মো. রাসেল (৪৫), পিতা-মোস্তফা কামাল, মাতা-মাহমুদা বেগম, সাং-আব্দুল্লাহপুর কলাকান্দি, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা। ২। মো. উল্লাহ (৫০), পিতা- গোলাম মোস্তফা, মাতা-রিজিয়া বেগম, সাং-আব্দুল্লাহপুর রসুলপুর, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা আসামীদের গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
এই সময় পুলিশ কনস্টবল আব্দুল্লাহ গুরুতর আহত হয়। হামলাকারী দুইজন ব্যাক্তি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা হাজতে আছে। পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টেট (রাজউক) জনাব মনির হোসেন হাওলাদার এর আদালত দুই আসামীকে ৭ দিনের কারাদন্ড এবং ভবন মালিককে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করেন।
বিজ্ঞাপন
ইতোপূর্বে সকাল ১১ টায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের ভ্রাম্যমান মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হয়, এ সময় আব্দুল্লাহপুর কান্দাপাড়া এলাকায়, নকশা বহির্ভূত দুটি ভবনের আংশিক ভেঙে দিয়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল প্রবাসীর
এ সময় রাজউকজোন (৭) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক মনির হোসেন হাওলাদার বলেন, ভবন তৈরি করতে অবশ্যই রাজউকের নকশার অনুমোদন লাগবে অন্যথায় অবৈধ স্থাপনা মোবাইল কোর্টের মাধ্যমে, সে ভবন বা স্থাপনা গুড়িয়ে দেওয়া হবে।
বিজ্ঞাপন
এমএল/