বঙ্গবন্ধুর সমাধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪


বঙ্গবন্ধুর সমাধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তিনটি অধিদপ্তরের দু’মাসব্যাপী বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৬ জন কর্মকর্তা গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেন। 


মঙ্গলবার (৪ জুন) গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।


আরপিএটিসি, ঢাকার কোর্স সমন্বয়ক সহকারী পরিচালক মায়মুনা বিনতে মাসুদ প্রশিক্ষণার্থীদের সাথে গাইড হিসেবে ছিলেন।


আরও পড়ুন: বাংলাদেশ থেকে কর্মী নেবে দুবাই


১৯ মে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে টানা ২১ জুলাই পর্যন্ত।


উল্লেখ্য, তথ্য অধিদফতরের ৫ জন, গণযোগাযোগ অধিদপ্তরের ১৮ জন এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ৩ জনসহ মোট ২৬ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


এমএল/